প্রতিষ্ঠাকালীন ইতিহাসঃ

শিক্ষা প্রতিষ্ঠানের নামঃ মান্দারকান্দি দিগাম্বরদী পুটিয়া আর্দশ উচ্চ বিদ্যালয়।

শিক্ষা প্রতিষ্ঠানের নাম(ইংরেজী)ঃ MANDARKANDI DIGUMBORDI PUTIA MODEL HIGH SCHOOL

উপজেলা হেডকোয়ার্টার থেকে দূরত্ব -  ১২ কিলোমিটার

শিক্ষা প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত ইতিহাসঃ

জনাব আব্দুল লতিফ ভূঁঞা সাহেবের উদ্যোগে এলাকার শিক্ষানুরাগী ব্যাক্তি বর্গের সহায়তায় ১৯৯৩খ্রিঃ ব্রক্ষপুত্র নদীর অববাহিকায় গ্রামীণ মনোরম পরিবেশে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।বিদ্যালয়টি প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল দক্ষিন পাকুন্দিয়ার দরিদ্র অসহায় লোক জনের ছেলে মেয়েদের সু-শিক্ষার আলো দেখানো । ০১/০১/১৯৯৫খ্রিঃ বিদ্যালয়টি জুনিয়র স্কুল (৬ষ্ঠ শ্রেণী থেকে ৮ম শ্রেণী) হিসাবে স্বীকৃতি লাভ করে এবং ০১/০১/১৯৯৬ খ্রিঃ ৯ম শ্রেণি (বিজ্ঞান ও মানবিক) খোলার অনুমতি লাভ করে। ২০০৪ খ্রিঃ বিদ্যালয়টি পূর্নাঙ্গ মাধ্যমিক বিদ্যালয় হিসাবে ১ম স্বীকৃ্তি প্রাপ্ত হয়। ২০১৯খ্রিঃ বিদ্যালয়টি মাধ্যমিক স্তরের আর্থিক মন্জুরি লাভ করে।বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্দেশ্যের সাথে তাল মিলিয়ে অদ্যাবধি বিদ্যালয় সংশ্লিষ্ট সকলেই কাজ করে যাচ্ছে ।

প্রতিষ্ঠানটির  বর্তমান ইতিহাসঃ

ই আই আই এন নংঃ-১১০৫৪৫

প্রতিষ্ঠার সালঃ-১৯৯৩খ্রিঃ

শিক্ষার্থীর সংখ্যাঃ ২৮০জন

প্রথম স্বীকৃ্তির তারিখঃ-০১-০১-১৯৯৫খ্রিঃ

সর্বশেষ স্বীকৃ্তির তারিখঃ-০১-০১-২০২৪খ্রিঃ থেকে ৩১/১২/২০২৬খ্রিঃ পর্যন্ত

সর্বশেষ এমপিওভূক্তির তারিখঃ০১-০৭-২০১৯খ্রিঃ

ভৌগলিক অবস্থাঃ সমতল

সর্বোচ্চ বন্যা লেভেলঃ না

প্রতিষ্ঠান প্রধানের নামঃ মোঃ ছাইফুল ইসলাম

মোবাইল নাম্বার-০১৭৩১১৭৮১৩৪

ম্যানেজিং কমিটির সভাপতির নাম- জনাব মুহাম্মদ ইমদাদুল হক নয়ন

মোবাইল নাম্বার- ০১৭১২৪০০১৩১

দাতা সদস্যঃমোঃ নুরন্নবী পাঠান

জমির পরিমানঃ-১.৭০ একর